গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে উপার্জন


কোর্স  Overview

আপনারা পছন্দমতো ডিজাইন অথবা ক্লাইন্ট এর চাহিদা অনুযায়ী ডিজাইন করে Earning করার জন্য Learn & Earn with Graphic Design কোর্সটি তৈরী করা হয়েছে। এই কোর্সে ডিজাইন জগতের অন্যতম একটি সফটওয়্যার Adove illustrator শেখার পাশাপাশি বিভিন্ন ধরণের ডিজাইন যেমনঃ- লোগো, বিজনেস কার্ড, মগ, সোসাল মিডিয়া পোষ্ট, ইউটিউব থাম্বনেইল ডিজাইন ইত্যাদি শিখে কিভাবে Earning করা যায় তা শিখব। বিহ্যান্স কী এবং কীভাবে আমরা পোর্টফলিও তৈরী করব তা শিখব। ডিজাইনাদের জন্য কোন ধরণের মার্কেট প্লেইস রয়েছে এবং কীভাবে এই মার্কেট প্লেইস থেকে আমরা Earning করতে পারি তা শিখার পাশাপাশি কীভাবে একজন গ্রাফিক ডিজাইনার হিসাবে চাকরি করতে পারি তা এই কোর্সের মাধ্যমে শিখব। আপনি প্রথম ভিডিওটির নিচে Adobe Illustrator এর কীবোর্ড শর্টকাটগুলি পাবেন।

আমরা যা যা শিখবোঃ- 

১. গ্রাফিক ডিজইিন কি? কেন? কিভাবে? তা সবকিছু এই ভিডিওতে আমরা জানবো। Adobe Illustrator এর কীবোর্ড শর্টকাটগুলি পাবেন।

২. এই ভিডিওতে আমরা Adobe illustrator -এর যেসব tools রয়েছে, সেগুলেরি- মধ্যে নিয়ে selection tool, Direct selection tool Lasso tools, Pen tooly, Anchor point toole, currature tool, Reetangular, Elipse, Polygon, stor3line - এই tools গুলো নিয়ে আলোচনা করব।

৩. এই ভিডিওতে আমরা Adobe Illustrator এর paintbrush tool, Blob Brush tool, Pencil tool, Text tool, Reflect tool, shear tool, Reflect tool, shear tool, Eraser tool, Scissors tool, shape Builder tool, Gradient tools, Eyedropper tools গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব।

8. এই ভিডিওতে আমরা Adobe illustrator-এর Width tool, Blend at tool, Artboard tool, zoom tool - গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব।

৫. এই ভিডিওতে আমরা Layer Panel এবং Align Panel নিয়ে বিস্তারিত আলোচনা করব।

৬. এই ভিডিওতে আমরা strock Panel এবং Transform panel নিয়ে বিস্তারিত আলোচনা করবা। 

৭. এই ভিডিওতে আমরা Adobe illustrator as swatch, color? Gradient panel নিয়ে বিস্তারিত আলোচনা করব

৮. এই ভিডিওতে আমরা Adobe illustrator 4 Caracter 448 Paragraph Panel নিয়ে আলোচনা করব।

৯. এই ভিডিওতে আমরা Adobe illustrator Carre text এবং 3D effect নিয়ে আলোচনা করব।

১০. এই ভিডিওতে Airtboard এবং Pathfinder Panel নিয়ে আলোচনা করব।

১১. এই ভিডিওতে Apearance এবং Transparance Panel নিয়ে আলোচনা করব।

১২. এই ভিডিওতে Adove Illustrator-এর মাধ্যমে বিজনেস কার্ড ডিজাইন করা শিখব।

১৩. এই ভিডিওতে Adove illustrator - এর মাধ্যমে আমরা সোস্যাল মিডিয়া পোষ্ট ডিজাইন করা শিখা। ।

১৪. এই ভিডিওতে Adove illustrator এর মাধ্যমে আমরা মগ ডিজাইন এবং Mockup করা শিখব।

১৫. এই ভিডিওতে Adove illustrator এর মাধ্যমে আমরা টি-শার্ট এবং Mockup করা শিখব।

১৬. এই ভিডিওতে Adove illustrator এর মাধ্যমে আমরা ইউটিউব থাম্বনেইল ডিজাইন করা শিখব। 

১৭. এই ভিডিওতে Adove illustrator এর মাধ্যমে আমরা লোগো ডিজাইন এবং Mockup করা শিখব।

১৮. এই ভিডিওতে Adove illustrator এর মাধ্যমে আমরা ফ্লাইয়ার ডিজাইন করা শিখব।

১৯. বিহ্যান্স কি এবং বিহ্যান্স কোনো ব্যাবহার করা হয়, বিহ্যান্স – এ কিভাবে আমরা একাউন্ট করবো আর কিভাবে বিহ্যান্স কাজ আপলোড দিবো তা সবকিছু এই ভিডিওতে আমরা শিখাবো।

২০. এই ভিডিওতে আমরা মার্কেটপ্লেস সম্পর্কে বিস্তারিতি জানবো। মার্কেটপ্লেস কি, ডিজাইনার হিসেবে কোন কোন মার্কেটপ্লেসে আমরা কাজ করতে পারি এবং Earning করতে পারি তা আমরা এই ভিডিওতে শিখবো। 

আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম

রেজিস্ট্রেশন